DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবকদের প্রচারনা

Astha Desk
জুলাই ১৩, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবকদের প্রচারনা

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অভিযান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা সদরে ডেঙ্গু সচেতনতায় পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ এবং মৌখিকভাবে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান।

আয়োজকরা বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।করোনা মহামারীর পর এবছর ডেঙ্গুর ভয়াবহতা অনেক বেশি এবং দিন দিন ডেঙ্গু মহামারীতে রুপ নিয়েছে।

এসময় যুবরা উপজেলা সদরের দোকানী, পথচারী, যানবাহন চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, গাজী আল ইমরান,হিসাব রক্ষক বিধান মধু, চম্পা মল্লিক, রুবিনা পারভীন, বরষা গাইন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন,সদর ইউনিটের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আটুলিয়া ইউনিট সভাপতি শাকিল হোসেন, সদর ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।