শিরোনাম:
সাতক্ষীরা সড়কের দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ যাত্রী আহত হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস (ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৮৬) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৪৫) সকাল ৬টার সময় পাঁচপুকুর নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশায় একে অপরকে দেখতে না পারার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের ৫ জন যাত্রী আহত হয়।
দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণ, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















