শিরোনাম:
সাদুল্যাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১০৯৫ বার পড়া হয়েছে
সাদুল্যাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্যাপুরে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৮ মে) ভোরে উপজেলার ধাপেরহাট বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক মণ্ডল। তিনি উপজেলার বৌ বাজার এলাকার বাসিন্দা।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
[irp]
ওসি জানান, মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা ফারুককে কুপিয়ে রেখে যায়। সকালে তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুকের নামে হত্যা, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা আছে। তিনি জামিনে ছিলেন।
কারা তাকে কেন কুপিয়েছে তা এখনো জানা যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
[irp]
















