DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি ওদুদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ার

Astha Desk
নভেম্বর ২, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক এমপি ওদুদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ার

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে আরো ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) মোঃ ইউসুফ আলী নামে একজন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন। ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউপির কালিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, মহারাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজন, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন, নাহিদুজ্জামান নাহিদ, মোঃ এন্তাজ মোড়ল, মোঃ আবুল বাশার, সাদরুল ইসলাম সনি, মোঃ বাবলু কাঁসারি, মোঃ সেলিম, বারঘরিয়া ইউপির সাবেক মেম্বার মোঃ আল আমিন, আব্দুল্লাহ মেম্বার, বারঘরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান হারেজ আলী, মোঃ সালাম ভাঙারি, মোঃ লোকমান আলী, বারঘরিয়া ইউপির সাবেক মেম্বার সওদাগর আলী, মোঃ মফিজ, মোঃ হান্নান, মোঃ সাত্তার, হজরত, তারাজ আলী।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে শান্তিমোড়ের দিকে আসছিল। ওই আন্দোলনে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া থেকে ইউসুফ আলী, সাগর, সাকিব, রিফাত, নাফিস, বাবুসহ আরো অনেকে অটোরিকশা যোগে শান্তিমোড়ের দিকে যাওয়ার সময় এজাহারে উল্লিখিত আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।

এ ছাড়া এই সময় ইউসুফ আলী, সাগর, সাকিব, রিফাত, নাফিস, বাবুসহ অন্যান্যদের ওপর এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং ককটেল বিস্ফোরণ করে সরকার পতনের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেন।

আরো পড়ুন :  ঝালকাঠি সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত; স্বপন সভাপতি, বাচ্চু সম্পাদক

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বলেন, মামলার আবেদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮