শিরোনাম:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ ৩ কেন্দ্রীয় নেতা আটক
Astha DESK
- আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১০১৬ বার পড়া হয়েছে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ ৩ কেন্দ্রীয় নেতা আটক
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করা হয়েছে বলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া দলের আরেক ভাইস চেয়ারম্যান ও শাহজাহান ওমর এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সকেও শনিবার রাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
তবে ডিবির পক্ষ থেকে শাহজাহান ওমর এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সকে আটকের খবর স্বীকার করা হয়নি।
গত ২৮শে অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিস্টার আলতাফকে আটক করা হয়েছে বলেও জানান তারা।