মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
বুধবার ৩১ মার্চ দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের একটি হাউজিং কোম্পানীর প্লটে ইট দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞাত এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাউজিং কোম্পানীর প্লটে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।পুলিশ বলেন, এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ দেখে ৯৯৯ এ ফোন করে এলাকাবাসী।
নিহত যুবকের মাথায় ইটের অনেকগুলো আঘাত আছে।সাভার মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টাসহ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।