DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাভারে গাদাগাদি করে পিকআপে বাস ট্রাক মাইক্রোবাসে বাড়ি মুখি মানুস এর ঢল

DoinikAstha
এপ্রিল ৪, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের কঠোর বিধি নিষেধের কারণে সাভার ও আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ।

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে পিকআপ, বাস ও মাইক্রোবাসে গাদাগাদি করেই বাড়ি ফিরছেন তারা। করোনা ঝুঁকির সাথে অনিরাপদ পরিবহন বেছে নিয়েছেন বাড়ি ফেরা মানুষগুলো।করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৭ দিনের কঠোর নিষেধ আরোপ করেছে সরকার ।

এতে নিম্ন আয়ের ও দিনমজুর শ্রমিকদের কাজ বন্ধ হবে বলে জানা যায়। রবিবার ৪ এপ্রিল বিকালে সাভার বাস স্ট্যান্ড, নবীনগনর ও বাইপাইল স্ট্যান্ডে, বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। পরিবহন সংকট, অতিরিক্ত যাত্রী ও বেশী ভাড়া দিয়েই ভোগান্তিতে বাড়ি ফিরছে মানুষ।

পরিবহন সংকটে পিকআপ ও মালবাহী গাড়িতে করোনা ঝুঁকির সাথে অনিরাপদ যাত্রী নিয়ে যাত্রা করছে তারা। পরিবহনের কাউন্টার মাস্টার উজ্জল বলেন, আমরা তো গাড়ি চালাতে পারবো না।

অল্প কয়েক টাকা বেশি নিচ্ছি। যাত্রীদের কোনো অভিযোগ নেই, দ্বিগুন টাকা নিলেও যাত্রী দের কোন দ্বিমত নেই তাই আমরা নিচ্ছি বেশি টাকা।

পিকআপ ভ্যানের চালক শরিফুল বলেন, ভাই আজকের দিনটাই তো। আর তো ভাড়া মারবার পারুম না।

এ ব্যাপারে সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, পিকআপে যাত্রী দেখলেই নামিয়ে দিচ্ছি। বাসে ৫০ শতাংশ সিট ফাঁকা আছে কিনা সেটাও মনিটরিং করছি।

আমাদের টিম মহাসড়কে কাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]