মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
মঙ্গলবার ৩০ মার্চ দুপুর ১টার দিকে সাভারের কলমা এলাকার উইন্টার ড্রেস কারখানার ৫ তলা ভবনের আন্ডারগ্রাউন্ড ও তৈরি পোশাক কারখানার ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ও তিন জন শ্রমিক গুরুত্ব আহত হয়েছে।
গোডাউনটি ছিলো টিনশেড। তবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা প্রাথমিক চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
সেখানকার লোকজন ও ফায়ার সার্ভিস কর্মরত অফিসার বলেন, দুপুর ১টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায়।দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানা থেকে দ্রুত নামতে গিয়ে ৩ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।