সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা, তিন জনকে আটক করে পুলিশ
- আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১০৭৬ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
রোববার ১৪ মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদ। এর আগে শনিবার (১৩ মার্চ) গভীর রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
তবে হামলাকারীদের মধ্যে তিনজনকে আটক করে বিকালে আদালতে পাঠানো হয়।আটক কারি রা হলেন জাওয়াদ , অনিক ও স্বাধীন । তবে তাদের পরিচয় সঠিকভাবে পাওয়া যায়নি। ছিনিয়ে নেওয়া আসামি হলেন রাকিবুল ইসলাম রকি।
রোহান হত্যা মামলার ৪ নম্বর আসামি রকি।আহত পুলিশ কর্মকর্তারা হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাহমিদুল ইসলাম ও কনস্টেবল ইমরান। রোহান হত্যা মামলার ৪নং আসামি রকি ব্যাংক কলোনি এলাকার আয়েশা লাইব্রেরির পাশে তার দলবল নিয়ে অবস্থান করে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
পরে ঘটনাস্থল থেকে রকিকে গ্রেফতার করা হলে তার সহযোগিরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন, আসামি রকিকে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হলে সহযোগিরা হামলা করে রকিকে ছিনিয়ে নেয়।
তবে হামলাকারীদের তিনজনকে আটক করে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়।

















