সাভারে বিস্ফোরকের যন্ত্রপাতি সহ যুবক আটক করেছে র্যাব
- আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ শনিবার ১৩ মার্চ বিকালে বিস্ফোরক যন্ত্রপাতি সহ আটক করে নোমান আহম্মেদ আবির কে।
আবিরের বাড়ি ধামরাই উপজেলার সুতিপাড়ার রৌহা এলাকার অপুর ছেলে। আবির সাভারের বিরুলিয়া রোডের নির্মল মার্কেটের পাশে রওশনারার বাড়িতে ভাড়া থাকতেন। র্যাব বলেন, সাভার সিটি সেন্টারে ফুটওভার ব্রিজ এলাকায় আবির বিস্ফোরকের যন্ত্রপাতি সহ গাড়ির জন্য অপেক্ষা করে। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৩। সাভার সিটি সেন্টারে ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে মজিদ সরকারের চায়ের দোকানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে আবির পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে নানা ধরনের বিস্ফোরক সহ যন্ত্রপাতি উদ্ধার করে র্যাব-৩। র্যাব-৩ এর সিপিসি-৩ ঝিলপাড় ক্যাম্পের ডিএডি মোহাম্মদ শাহাজান সিরাজ বলেন, বিস্ফোরক মামলায় আটক করে। আবিরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

















