আন্তর্জাতিক ডেস্কঃ
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে বিশ্বজুড়ে করোনা ভাইরোসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৯৬৮ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ।বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রয়েছে ১ লাখ ১০ হাজার ৪৮৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন এবং মারা গেছে ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জন।
সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।