DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত-২, আহত-৭

Online Incharge
জুন ৩, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত-২, আহত-৭

স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত হয়েছে ও সিএনজিতে থাকা আরও ৭ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২রা জুন) রাত সাড়ে ১১টায় দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম সৃতি কলম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো-পাটগ্রাম উপজেলার বেলতলী গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুর থেকে একটি সিএনজি পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাওয়া পথে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম সৃতি কলম নামক স্থানে একটি মালবাহী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ ৭ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এক যাত্রী ও অপর এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এক নারীসহ ৭ জনকে রংপুর ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১১:৫৫
  • ৪:১৫
  • ৬:০০
  • ৭:১৪
  • ৫:৪৬