সিগারেট খাওয়া নিয়ে মারামারি নিহত-১
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সিগারেট খাওয়া নিয়ে দুই রিকশাচালকের মধ্যে মারামারিতে মোঃ রমজান (৪৫) নামে একজন নিহত হয়েছে।
আজ বুধবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পরে জাহাঙ্গীর (৪৮) নামের ১ জনকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, আজ বুধবার বিকেলের দিকে গোলাপবাগে জাহাঙ্গীর নামের এক রিকশাচালক রমজানের কাছে সিগারেট খেতে চাইলে রমজান সিগেরেট না দিলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর লাঠি দিয়ে রমজানের মাথায় আঘাত করে। এতে রমজান আহত হয়। পরে উপস্থিত লোজজন রমজানকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম আরও বলেন, তারা দুজনেই রিকশাচালক। থাকেন গোলাপবাগ এলাকায়। মরদেহ মুগদা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।