DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে যশ-নুসরাতের পর পর টুইট

DoinikAstha
সেপ্টেম্বর ২, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে হতবাক অভিনেতা যশ দাশগুপ্ত এবং তার বান্ধবী অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার অব্যবহিত পরেই টুইটারে যশ লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না’।

যশের টুইটের কিছুক্ষণ পরেই টুইট করেন নুসরাতও। তিনি লেখেন, এত তাড়াতাড়ি সকলকে ছেড়ে চলে গেল! খবরটা পেয়ে মন ভেঙে গেল। এখনও বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থেকো।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘বিগ বস’ জয়ী অভিনেতা সিদ্ধার্থ। জানা যায়, ঘুমের আগে তিনি একটি ওষুধ খেয়েছিলেন। এরপরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ।

সিদ্ধার্থ ছোট পর্দায় পরিচিত মুখ ছিলেন। কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। সেই ধারাবাহিকের নায়িকা আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি সিদ্ধার্থকে।মাত্র ৪০ বছর বয়সে তার আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।

তবে ঠিক কী কারণে সিদ্ধার্থের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। মুম্বাই পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।

এছাড়া সিদ্ধার্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টলিউড তারকা জিৎ। তিনি টুইটারে লিখেছেন, ‘অবাস্তব! স্তম্ভিত’।

শোক প্রকাশ করেছেন শিল্পী আরমান মালিকও। তিনি লিখেছেন, ঘটনাটা কিছুতেই হজম হচ্ছে না। এখনই সব শুনলাম। সত্যিই এমন হয়েছে? না-না! দয়া করে বলুন, না। টুইট করেছেন সঙ্গীতশিল্পী টনি কক্কর, অভিনেত্রী তিসকা চোপড়াও।

অভিনেতার অনুরাগীরা নেটমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেছেন। কিন্তু শোক ছাপিয়ে সর্বত্রই বড় হয়ে উঠেছে বিস্ময়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০