সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, হতাহত-৪৩
আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার ইদলিব প্রদেশে জিসর আল-শুগ জেলার সবজি বাজারে রাশিয়ার বিমান হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত ও ৩৪ জন আহত হয়েছে।
এ হতাহতের ঘটনা নিশ্চিত করে সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমান পর্যবেক্ষণ টাওয়ারের তথ্য অনুসারে রবিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান জিসর আল-শুগ জেলার সবজিবাজার ও একটি গ্রামে হামলা চালায়।
২০১৮ সালের সেপ্টেম্বরে সিরিয়ার ইদলিবকে একটি নিরস্ত্রীকরণ জোনে পরিণত করে তুরস্ক এবং রাশিয়া। ওই জোনে আগ্রাসনমূলক কাজগুলো ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু সিরিয়া সরকার ও মিত্ররা ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ওই জোনের ভেতরে ঘন ঘন আক্রমণ করে। সূত্র-আলজাজিরার।