সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জুন) ভোরে দিরাই উপজেলার ছায়ার হাওরে ও ডলুরা বর্ডার এলাকায় ও বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চলতি নদী থেকে পাথর উত্তোলনের সময় আরো দুই যুবকের মৃত্যু হয়।
মৃত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। অপর দুইজন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের বাসিন্দা জয়নাল ও সেলিম।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে গিয়ে আব্দুল মালেকসহ (৬০) আরও কয়েকজন। শনিবার ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
দিরাই থানার ওসি মুক্তাদির আহমদ ও বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ সাইফুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।