সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-অধ্যাপক মোমেন
- আপডেট সময় : ১১:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১০৩৩ বার পড়া হয়েছে
সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-অধ্যাপক মোমেন
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর/২৪) বিকাল ৩টায় পানছড়ি হাকিম আলী মার্কেটের সামনে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্টিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী হাফেজ নুরুজ্জামানের সঞ্চালিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
এসময় প্রধান অথিতির বক্তব্যে জামায়েত আমির বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করাই হচ্ছে আমাদের কাজ। অন্যায় কখনো বেশিদিন টিকে থাকতে পারে না। ফ্যাসিবাদি সরকার আগষ্ট বিপ্লবের মাধ্যমে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। বতর্মানে প্রতিটি সেক্টরে সুদ, ঘুষ, দুর্নীতিতে ভরপুর। একজন সচেতন মানুষ হিসাবে সুদ, ঘুষ, দুর্নীতিতে ভরপুর সমাজকে কুলসিত মুক্ত করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে দলমত জাতিধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার বাইতুল মাল সম্পাদক আবু ইউসুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুলল্লা আল মামুন খোকন, ইসলামি ছাত্র শিবির খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি এনামুল হক, ইসলামি ছাত্র শিবির সাবেক সভাপতি আবুল কালাম আযাদ, ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সেক্রেটারী আব্দুস সাত্তার,
পানছড়ি উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম প্রমুখ।