DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সেই উকিল শহিদুল এর বিরুদ্ধে চাদাবাজীর অভিযোগ

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সেই উকিল শহিদুল এর বিরুদ্ধে চাদাবাজীর অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার সেই উকিল শহিদুল ইসলামের বিরুদ্ধে আবার চাদাবাজীর অভিযোগ করেছেন মোঃ মুন্নু মিয়া নামে এক ব্যক্তি।

গাইবান্ধা সদর থানায় হাজির হয়ে শহিদুল ইসলামসহ আরো দুইজনের নামে এ অভিযোগ করেন তিনি।

গাইবান্ধা সদর থানার এজাহার সুত্রে জানাযায়,
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবরুল গ্রামের গঙ্গামোড়ের মৃত বাবর আলীর ছেলে মুন্নু মিয়া গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টার সময় স্থানীয় গঙ্গামোড়ের জনৈক মোকছেদ এর চায়ের দোকানের সামনে গেলে একই এলাকার মৃত ওহেদ আলীর ছেলে উকিল শহিদুল ইসলাম, শহিদুলের ভাই জয়নাল,জয়দুলের ছেলে সাফিসহ তারা তিনজন মুন্নু মিয়াকে ডেকে ১০ হাজার টাকা চাদা দাবি করেন।

৭ দিনের মধ্যে সেই দাবিকৃত টাকা না দিলে মুন্নু মিয়াকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যান তারা।

এ ঘটনার পরের দিন ১৯ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় হাজির হয়ে শহিদুল ইসলামসহ তিনজনের নামে চাদাবাজীর অভিযোগ করেন মুন্নু মিয়া।

আরও পড়ুন ঃগাইবান্ধায় ১ অক্টোবর থেকে এসপি, ওসিসহ অন্যান্যরা নতুন মোবাইল নম্বর ব্যবহার করবেন

এবিষয়ে তদন্ত কারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার এস আই বাপ্পি, ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিকআস্থাকে বলেন,তাদের দুই পক্ষ কে মিমাংসার জন্য বসতে বলা হয়েছে।

উল্লেখ্যযে, এর আগে ৪ আগস্ট গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবরুল এলাকার হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ চেষ্টা করে এলাকার প্রভাবশালী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
এঘটনায় শহিদুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে এলাকাবাসী। এ মামলায় শহিদুল ইসলাম জামিনে রয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২