DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে গুইমারাতে এক টাকায় বাজার ভিডিও 

Ellias Hossain
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে গুইমারাতে এক টাকায় বাজার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “এক টাকায় বাজার” অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গুইমারা কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এক টাকার এই বাজার থেকে ৫ উপজেলার অন্তত ৬শ পরিবার পণ্য সংগ্রহ করেছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্যে। এই বাজার থেকে প্রত্যেকে ইচ্ছামত ৭টি পণ্য বাছাই করে নিয়েছেন। এছাড়াও ১০টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামালসহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার।

অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিনসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬