স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয় (৪৮)কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাউনিয়া এলাকার মৃত শচীন্দ্র ক্ষত্রিয়ের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ রফিকুল ইসলাম এ আদেশ দেয়।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধিতার জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে শুভন আহমেদ তার স্ত্রী ইয়াসমিন আক্তারের গায়ে পেট্রল ঢেলে গ্যাসের চুলার ওপর ধাক্কা দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। দীর্ঘ দুই সপ্তাহ পর ১৩ জুলাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসমিন মারা যান। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।