স্বামীর হাতে স্ত্রী খুন; স্বামী আটক
আবুল ফয়েজ, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। ঘটনা স্থলে গিয়ে জানা যায়, উপজাতি স্বামী ওকিওয়ান আর স্ত্রী ছকি ওয়ান এর সংসারের মধ্যে দির্ঘ দিন ধরে অসংগতি দেখাদেয়। যার কারণে তাদের সংসারে নিয়মিত দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হয়তো।
কিন্তুু স্বামী ওকিওয়ান আজ হঠাৎ দুপুর দুই ঘটিকার সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে স্ত্রী ছকি ওয়ান কে ছুরির আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যায়।পরে তাদের ঘরে কান্নার চিৎকার শুনে পাশের লোক এগিয়ে গেলে তারা ছকি ওয়ান কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ছকি ওয়ান ৩ সন্তানের জননী বলে জানায় এলাকাবাসী। উল্লেখ্য ঘাতক স্বামী ওকিয়ওয়ান কে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলাম এর নেন্তৃত্বে অভিযান চালিয়ে হ্নীলা পানখালী গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে।ঘটনার সত্যটা নিশ্চিত করেন,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)হাফিজুর রহমান।
আরো জানুন……………
অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।
বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।