শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় নিহত-৭
Astha DESK
- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৬ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় নিহত-৭
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের আসামের ডিব্রুগড়ের লেপেটকটায়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত। এতে আহত আরও ৫। গতকার রবিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গুয়াহাটি থেকে ইনোভা গাড়ি করে পরিবারটি ফিরছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো, সতীশ কুমার আগরওয়াল, পম্পি আগরওয়াল, কৃষ্ণ কুমার আগরওয়াল, নির্মল কুমার আগরওয়াল, পুস্প সুরেখা আগরওয়াল, নোমল আগরওয়াল এবং গালু আগরওয়াল।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই বেপরোয়া গতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এই এলাকায়। চালকের ক্রটির জন্য দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান অনেকের।