DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

হরতাল ঘোষণার পর রাজধানীতে ৪ বাসে আগুন

Online Incharge
অক্টোবর ২৮, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

হরতাল ঘোষণার পর রাজধানীতে ৪ বাসে আগুন

স্টাফ রিপোর্টারঃ

পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ। আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও মতিঝিল এলাকা।

এরই মধ্যে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতাল ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। হরতাল ঘোষণার পর রাজধানীর মৌচাক ফ্লাইওভার, কমলাপুর, ইস্কাটন পুলিশ কনভেনশন সেন্টার ও কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল আনুমানিক সাড়ে ৪টায় মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর কমলাপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কাকরাইল ও ইস্কাটনে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কাকরাইলে বাসে আগুন দেওয়া প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ দুজন যুবক এসে বাসে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড় দিয়ে চলে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭