হাবিবুর রহমান (হানিফ), হাতীবান্ধা উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামানুসারে সড়কের নাম করণ করা হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধা বাজার থেকে সিংগীমারী ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির নাম করণ করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের রেল গেটে নাম ফলক উন্মোচন করে সড়কটির উদ্ধোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর জব্বার। বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান উপজেলার সিংগীমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।
সড়কটির নাম করণে বাস্তবায়ন করেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দুই মেয়ে মাহমুদা আক্তার ও রুমানা নাসরিন পিংকি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নুরুজ্জামান আহমেদ, টংভাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরল আমিন, নওদাবাস ইউনিয়ন কমান্ডার কমলা কান্ত দাস মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।