হাতীবান্ধায় ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ সাইকেল পেলেন
- আপডেট সময় : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১০৭৫ বার পড়া হয়েছে
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধিঃ হাবিবুর রহমান (হানিফ) লালমনিরহাটের হাতীবান্ধায় ১২ ইউনিয়নের সকল গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ সময় ৯১ জন গ্রাম পুলিশকে সাইকেল দেয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের মাঠে সাইকেল চালিয়ে গ্রাম পুলিশদের হাতে সাইকেল তুলে দেন।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।
[irp]

















