হামাসকে সহায়তা করছে রাশিয়া
- আপডেট সময় : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১০৮৪ বার পড়া হয়েছে
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সহায়তা করছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ফ্রান্স ২ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, ‘আমরা নিশ্চিত যে রাশিয়া কোনো না কোনোভাবে হামাসের অভিযানে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, ‘রাশিয়া আস সারা দুনিয়ায় অস্থিতিশীল কাজে সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ইসরাইল ও গাজার সৃষ্ট সহিংসতা তার নিজের দেশে চলমান যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার হুমকি সৃষ্টি করছে।
তিনি বলেন, ইউক্রেন থেকৈ আন্তর্জাতিক মনোযোগ সরে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর ভয়াবহ পরিণাম রয়েছে।
তিনি বলেন, ইউক্রেন ও ইসরাইলে ঘটা ট্রাজেডি ‘ভিন্ন হলেও উভয়টিই ভয়াবহ।
তিনি বলেন, ইউক্রেন ও ইসরাইলে ঘটা ট্রাজেডি ‘ভিন্ন হলেও উভয়টিই ভয়াবহ।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইল বৃষ্টির মতো বোমা ফেলছে। দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে অবরুদ্ধ লোকজন।
- সূত্র : আল জাজিরা, বিবিসি এবং অন্যান্য



















