শিরোনাম:
হারাগাছে বঙ্গবন্ধু মুর্যাল নির্মাণ এর স্থান পরিদর্শন করলেন হারাগাছ পৌর মেয়র
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১০৬৫ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের হারাগাছ পৌরসভার নব নির্বাচিত মেয়র এরশাদুল হক এরশাদ এর উদ্যোগে পৌরসভার সারাই আমবাগান মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যাল নির্মাণ করার উদ্যোগ গ্রহন করেন।
হারাগাছ পৌরসভায় বন্ধবন্ধু স্মৃতি ধরে রাখার জন্য মুর্যাল নির্মানে পরিকল্পনা করেন হারাগাছ পৌর মেয়র। মুর্যাল নির্মাণ স্থান পরিদর্শন করেন হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদ, সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী, হারাগাছ পৌর সহকারী ভুমি কর্মকর্তা মতিয়ার রহমান, সার্ভেয়ার রমজান আলী।
এ সময় মেয়র বলেন আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করেন তার শিক্ষায় শিক্ষিত করে ইতিহাস ঐতিহ্য সত্যিকার অর্থে যুব সমাজকে ধরে রাখার আহব্বান জানান।
তবে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। তাছাড়াও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর মুর্যাল নির্মাণ হলে হারাগাছে রাজনৈতিক চর্চা বেড়ে যাবে বলে মনে করেন পৌর মেয়র।