DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে বজ্রপাতে নিহত এক

DoinikAstha
এপ্রিল ৮, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে নুর ইসলাম (৫০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত নুর ইসলাম পৌর শহরের আকনপাড়া গ্রামের মৃত হাজারী শেখ এর পুত্র। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট পৌর কাউন্সিলর ফারুক মল্লিক জানান, নিহত নুর ইসলাম তার ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা নুর ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘বজ্রপাতে নিহতের বিষয়টি আমার জানা নেই। আমাকে কেউ এ বিষয়ে জানায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]