DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল ছেড়েছেন ফয়জুল করীম

Online Incharge
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতাল ছেড়েছেন ফয়জুল করীম

 

স্টাফ রিপোর্টারঃ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সুস্থ হয়ে ফিরেছেন। আজ রোববার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতাল থেকে তাকে ছাড় দেওয়া হয়।

এর আগে খুলনায় দলীয় সফররত অবস্থায় গুরুতর অসুস্থ হলে গত ৪ সেপ্টেম্বর তাকে আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দলটির প্রচার সম্পাদক আহমেদ আবদুল কাইয়্যুম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরিপূর্ণ সুস্থ হতে আজ বরিশাল চরমোনাই বাসভবনে যাবেন ফয়জুল করীম।

গত ৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরীর উদ্যোগে সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। খুলনায় মুফতি সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ৪ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় এনে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি প্রথমে আইসিইউ, পরে পিআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ৭ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:৩৬
 • ১১:৫৩
 • ৪:১১
 • ৫:৫৬
 • ৭:০৯
 • ৫:৪৭