ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হিমুকে রেখে পালিয়েছে প্রেমিক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

হিমুকে রেখে পালিয়েছে প্রেমিক

বিনোদন ডেস্কঃ

টিভি অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে এই শিল্পীকে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে আসলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এর পরপরই হাসপাতাল থেকে নিরুদ্দেশ অভিনেত্রীর প্রেমিক। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করেছে।

নাসিম আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকালে তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তাঁর প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

শিল্পী সংঘের নেতা রওনক হাসান ও ঊমির্লা শ্রাবন্তী কর বলেন, পুলিশ পৌঁছার আগেই হিমুর প্রেমিক পালিয়েছে। পুলিশ তাঁকে ধরতে অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে সে অভিনয় শুরু করেন।

ট্যাগস :

হিমুকে রেখে পালিয়েছে প্রেমিক

আপডেট সময় : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

হিমুকে রেখে পালিয়েছে প্রেমিক

বিনোদন ডেস্কঃ

টিভি অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে এই শিল্পীকে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে আসলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এর পরপরই হাসপাতাল থেকে নিরুদ্দেশ অভিনেত্রীর প্রেমিক। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করেছে।

নাসিম আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকালে তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তাঁর প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

শিল্পী সংঘের নেতা রওনক হাসান ও ঊমির্লা শ্রাবন্তী কর বলেন, পুলিশ পৌঁছার আগেই হিমুর প্রেমিক পালিয়েছে। পুলিশ তাঁকে ধরতে অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে সে অভিনয় শুরু করেন।