DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হিলিতে কমেছে জিরার দাম, বেড়েছে এলাচের দাম

Ellias Hossain
নভেম্বর ১৮, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে কমেছে জিরার দাম, বেড়েছে এলাচের দাম

জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে জিরার দাম। তবে বেড়েছে কালো ও সাদা এলাচের দাম। প্রতি কেজি জিরা ১৫০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা দরে। অন্যদিকে আমদানিকৃত কালো এলাচ প্রতি কেজি ৩৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ টাকায় ও সাদা এলাচ প্রতিকেজিতে ২০০ বেড়ে বিক্রি হয়েছে ২ হাজার ২০০ টাকা দরে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হিলির মসলা বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এতথ্য পাওয়া গেছে।

জিরা কিনতে আসা মোঃ ফজলুর রহমান বলেন, জিরার দাম কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে প্রতিকেজি জিরা ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি দরে। কেজিতে ১৫০ টাকা কমেছে। আরও একটু কমলে সাধারণ ক্রেতারাদের জন্য ভাল হতো।’
এলাচ কিনতে আসা মো. আফজাল হোসেন বলেন, ‘জিরার দাম একটু কমলেও বেড়েছে এলাচের দাম। প্রতিকেজিতে বেড়েছে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। কিছুদিন আগেও প্রতিকেজি কালো এলাচ ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর আজ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে।

অপরদিকে সাদা এলাচ কেজিতে ২০০ টাকা বেড়ে ২ হাজার ২০০ টাকা হরে বিক্রি হচ্ছে। এছাড়া বেড়েছে দারুচিনির দামও।’

মসলা বিক্রেতরা মোঃ মোকারম হোসেন দৈনিক আস্থাকে বলেন, ‘জিরার দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজি কমেছে ১৫০ টাকা। ১ হাজার ১০০ টাকা কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি দরে । তবে এলাচের দাম কেজিতে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ১ হাজার ৩০০ টাকা কেজির কালো এলাচ বিক্রি করছি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে।’

মোকারম হোসেন আরও বলেন, ‌‘ জিরা ও এলাচা ভারত থেকে আমদানিকৃত। আমদানিও উপর নির্ভর করে এসব আমদানিকৃত মসলার দাম। আমরা যে দামে কিনি তার চেয়ে কেজিতে খুব বেশি হলে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করি। আর সব ক্রেতা ১কেজি করে মসলা কিনেন না। খুচরা ক্রেতায় বেশি। কেউ ১০০ গ্রাম আবার কেউ ৫০ গ্রামও কিনেন। তাই মসলা বিক্রি খুব একটা বেশি হয় না। তবে জিরা একটু বেশি বিক্রি হয়। বাহিরে থেকে ক্রেতারা হিলিতে আসেন মসলা কিনতে। তারাই একটু পরিমানে বেশি কিনেন।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬