DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হিলিতে জমে উঠেছে মসলার বাজার

Astha Desk
জুন ১৯, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে জমে উঠেছে মসলার বাজার

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

কোরবানীর ঈদকে ঘিরে দিনাজপুরের হিলিতে জমে উঠেছে মসলার বাজার। হিলি বাজারে মসলার দোকনগুলোতে এখন ক্রেতাদের ভিড়। তবে গতবারের তুলনায় এবার মসলার দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাসাধরণের। ব্যবসায়ীদের দাবী আমদানিকৃত মসলার দাম বিশ্ব বাজারে বৃদ্ধি পাওয়া সবধরণের সমলার দাম বিছুটা বেড়েছে।

 

আজ সোমবার (১৯ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, দেশের সীমান্তবর্তী ও স্থলবন্দর এলাকা হিলি, তাই এখানকার মসলা দামে কম ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মসলা কিনতে আসেন অনেকে।

 

হিলি বাজারে গাইবান্ধা থেকে মসলা কিনতে আসা আব্দুল আলিম বলেন, হিলিতে তুলনামূলক কমদামে মসলা পাওয়া যায় তাই প্রতি ঈদে মসলা কিনতে হিলিতে আসি। কিন্তু এবারে মসলার দাম অনেকটা চড়া গতবারে যে সাদা এলাচ ২২শ’ টাকা দরে কিনেছি এখন সেই এলাচ ২৪শ’ টাকা কেজি দরে কিনলাম। জিরা এককেজির প্যাকেটের দাম ৫শ’ টাকা ছিল এখন ৮শ’ টাকা।

 

হিলি বাজারের মসলা বিক্রেতা মোবারক হোসেন দৈনিক আস্থা কে জানান, প্রতিকেজি জিরা ৮২০ টাকা, সাদা এলাচ মান ভেদে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা, আদা ২৮০ টাকা, গোলমচির ৮০০, দারচিনি ৪৪০ টাকা, রসুন ১২০ টাকা, শুকনো মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, সরবরাহ কম ও বিশ্ব বাজারে মসলার বেশী হওয়ায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

 

হিলি স্থলবন্দরের মসলা আমদানিকারক ফুরকানুল হোসেন দৈনিক আস্থা কে বলেন , ঈদে মসলার চাহিদার কথা বিবেচনা করে জিরা, আদা ও রসুন আমদানির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।

 

এদিকে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক দৈনিক আস্থা কে বলেন, এ বন্দর দিয়ে প্রতিদিন ১ থেকে ২ গাড়ি মসলাজাতীয় পণ্য আমদানি হলেও এখন ঈদকে সামনে রেখে প্রতিদিন ৫ থেকে ৬ গাড়ি করে জিরাসহ অন্যান্য মসলাজাতীয় পণ্য আমদানি হচ্ছে। ফলে বন্দরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০