শিরোনাম:
হিলিতে পৌঁছেছে ৩ ট্রাক ভারতীয় পেঁয়াজ
Astha DESK
- আপডেট সময় : ১১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১০৫৫ বার পড়া হয়েছে
হিলিতে পৌঁছেছে ৩ ট্রাক ভারতীয় পেঁয়াজ
হিলি প্রতিনিধিঃ
প্রায় দুই মাস পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এন আলম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এই পেঁয়াজ আমদানি করেছে।
আজ সোমবার (৫ জুন) সন্ধ্যা ৬টায় পেঁয়াজ বোঝায় ৩টি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে।
এন আলম ট্রেডার্সের প্রতিনিধি শুকুমার সরকার বলেন, আজ (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে ৩টি ট্রাকে করে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি হয়েছে। মোট ৫টি ট্রাকে ১১০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হওয়ার কথা থাকলেও ৩টি ট্রাক বন্দরে এসে পৌঁছেছে। আশা করছি আগামীকাল মঙ্গলবার (৬ জুন) বাকি দুটি ট্রাক বন্দরে প্রবেশ করবে।
তিনি আরও বলেন, পাইকারপত্র আসতে শুরু করছে। আমদানি করা এই পেঁয়াজ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হবে।



















