ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ১০১৫ বার পড়া হয়েছে

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

 

জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে কেজিতে ১৫ টাকা করে দাম বেড়েছে। প্রকারভেদে ৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা।

 

আজ শুক্রবার (১২ মে) সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৬৪ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আবারও কমে যাবে পেঁয়াজের দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা। এই দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যাবসায়ীরা।

 

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, গত তিনদিন আগেও বাজার থেকে ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৬৫ টাকা কেজিতে কিনতে হলো।

 

বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে ৬৪ টাকা কেজি দরে।

 

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম দৈনিক আস্থা কে বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে। আমরা এসব পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করছি। আশা করছি দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে এবং দামও কমে যাবে।

ট্যাগস :

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

আপডেট সময় : ১২:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

 

জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে কেজিতে ১৫ টাকা করে দাম বেড়েছে। প্রকারভেদে ৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা।

 

আজ শুক্রবার (১২ মে) সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৬৪ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আবারও কমে যাবে পেঁয়াজের দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা। এই দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যাবসায়ীরা।

 

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, গত তিনদিন আগেও বাজার থেকে ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৬৫ টাকা কেজিতে কিনতে হলো।

 

বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে ৬৪ টাকা কেজি দরে।

 

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম দৈনিক আস্থা কে বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে। আমরা এসব পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করছি। আশা করছি দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে এবং দামও কমে যাবে।