DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হিলিতে ভেঙে গেছে রেললাইন, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

Astha Desk
নভেম্বর ১৩, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে ভেঙে গেছে রেললাইন, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি-বিরামপুর উপজেলার শেষ সীমানা সাঁতকুড়ি রেলগেট ও বিরামপুর রেলগেটের মাঝপথে রেললাইন ভেঙে গেছে।
রোববার (১২ নভেম্বর) সকাল ৬টায় বিষয়টি দেখতে পায় রেলওয়ে কর্মকর্তারা।

ভাঙন অবস্থায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিডাব্লিউ ওয়েম্যান জামান।

পিডাব্লিউ ওয়েম্যান জামান বলেন, প্রতিদিনের মতো আমরা রেললাইন চেক করছিলাম। পরে দেখতে পাই যে, ৩৪৫নং পিলারের কাছে লাইন ভেঙে গেছে। আমাদের টিম আত্রাই উপজেলায় কাজ করছে। সেখান থেকে টিম আসলে আমরা এই রেললাইন মেরামত করব।

তিনি আরও জানান, এখন পর্যন্ত লাল পতাকা দিয়ে ট্রেন থামিয়ে ধীর গতিতে চলাচল করছে। তবে খুব দ্রুত সংস্কার করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১