হিলি বন্দরে আমদানি-রপ্তানি চালু
জয়পুরহাট প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি চালু হয়েছে। রোববার (৯ জুলাই) দুপুর ১২ টা থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসা শুরু করে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন চলন্ত দৈনিক আস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিল হোসেন বলেন, ‘শনিবার (৮ জুলাই) ভারতে পঞ্চায়েত নির্বাচনের কারণে হিলি দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর রোববার থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ভারতের পঞ্চায়েত নির্বাচন কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপো
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।