DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৪ই জুন ২০২৪
ঢাকাশুক্রবার ১৪ই জুন ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হুয়াওয়ের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা

News Editor
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের দংগুয়ান শহরে টেলিযোগাযোগ যন্ত্রপাতি নির্মাতা হুয়াওয়ে টেকনোলজিসের গবেষণাগারের নিকটে একটি ভবনে আগুন লেগেছে।

পাশের একটি উঁচু ভবন থেকে শ্যুট করা ভিডিওটিতে দেখা গেছে যে বিল্ডিং থেকে ধোঁয়া বের হচ্ছে। ভিডিওটিতে অজানা একজনকে এমন কথা বলতে শোনা যায় যে ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় দমকল বিভাগের আধিকারিক ওয়েচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ৩ টার দিকে দংগুয়ানের সানশান লেকের আলিশান রোডে অবস্থিত একটি ভবনে নির্মাণাধীন একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। বিকেল সাড়ে ৪ টার মধ্যেই আগুন নিভানো হয়েছে।

দমকল বিভাগ শুক্রবার রাত ১১ টার দিকে প্রকাশিত ওয়েচ্যাট অ্যাকাউন্টের এক আপডেটে জানিয়েছে যে, আগুন নেভানোর পরে তিনজন ভবনে নিহত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুনঃ

এতে বলা হয়েছে, ইস্পাত কাঠামো এবং জ্বলনযোগ্য শব্দ-শোষণকারী সুতির প্যাড সমেত একটি ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে অ্যালার্ম পাওয়ার পর দমকলকর্মীদের একটি দল মোতায়েন করা হয়েছিল। জ্বলনের কারণটি এখনও স্পষ্ট নয়।

হুয়াওয়ের ডংগুয়ান গবেষণা ল্যাব মূলত শেনজেন ভিত্তিক সংস্থার নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসায়ের সাথে সম্পর্কিত ফোর ​​জি(4জি) এবং ফাইভ জি(5জি) অ্যান্টেনার জন্য পরীক্ষার পাশাপাশি গবেষণার কাজ চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এটি একটি বৃহত্তর হুয়াওয়ে উত্পাদন কমপ্লেক্সের অংশ, রিপোর্টে বলা হয়েছে। সংস্থার কাছে আরও একটি বিস্তৃত ইউরোপীয়-থিমযুক্ত ক্যাম্পাস রয়েছে, যার ২৫০০০ কর্মচারীর অফিস রয়েছে।

তবে হুয়াওয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৬
 • ১২:০১
 • ৪:৩৭
 • ৬:৪৯
 • ৮:১৫
 • ৫:১০