DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হেফাজতের বিক্ষোভ : হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক আবার ও বন্ধ

DoinikAstha
এপ্রিল ২, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ সমাবেশের কারণে নিরাপত্তার স্বার্থে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রেখেছে পুলিশ।শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের আগে থেকেই সড়কটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার উপপরিদর্শক (এসআই) বাংলানিউজকে বলেন, গত শুক্রবারের (২৬ মার্চ) ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেইসঙ্গে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি বন্ধ রাখা হয়েছে। সমাবেশ শেষ হওয়া মাত্র যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় এই সড়কের উভয় প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে গত সপ্তাহে হেফাজত-পুলিশ সংঘর্ষের জেরে প্রায় ৫২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল সড়কটিতে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]