DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৬শে মে ২০২৪
ঢাকারবিবার ২৬শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে অষ্টমী স্নানে সনাতন ধর্মাবলম্বীদের ঢল

শাহজাহান সাজু
মার্চ ২৯, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় বিশ্বাসের অনুসারে ভগবানের কৃপা ও পাপ মোচনে পূণ্য লাভের আশায় শিশু ও বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের লাখো নারী-পুরুষ অষ্টমীস্নান উৎসবে অংশগ্রহণ করেন।

উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে বুধবার (২৯ মার্চ) ভোর থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ উৎসব। অষ্টমীস্নান উৎসব উপলক্ষে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি, কাচরী মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অষ্টমীস্নান উৎসব ও মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। হোসেনপুর সার্বজনীন অষ্টমীস্নান উৎসব উদযাপন কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জান জানান, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩ টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকেও কয়েক হাজার পুণ্যার্থীরা অংশ নেন এ উৎসবে। অষ্টমী স্নানোৎসব পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন সাংবাদিক বৃন্দ, উপজেলা সর্বজনীন অষ্টমী স্নান উৎসব উদযাপন কমিটি নেতৃবৃন্দ। জেলা ও উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতারা জানান, যে কোন বছরের তুলনায় এবার অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে সার্বিক সহযোগিতা করবে এবং ব্যবস্থাও করা হয়েছে। হোসেনপুর থানা ওসি আসাদুজ্জামান টিটু জানান, এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য আমাদের থানা পুলিশ ও পাগলা থানার পুলিশ প্রশাসন মিলে অষ্টমী স্নান পালনে সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছর করা হয়েছে।

আরো পড়ুন :  বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

শাহজাহান সাজু, হোসেনপুর,কিশোরগঞ্জ 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪২
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫০
 • ১১:৫৯
 • ৪:৩৪
 • ৬:৪২
 • ৮:০৬
 • ৫:১২