১১ শতাংশ ভোটে নির্বাচিত নৌকার বাচ্চু
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯শ ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ শামসল আলম পেয়েছেন ১ হাজার ৫শ ৭২ ভোট।
ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেসিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১শ ৫৬ কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও র্যাব।
১১ দশমিক ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটকক্ষ ১ হাজার ২শ ৫১টি। মোট প্রার্থী ছয়জন।
এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ) পান ১ হাজার ২শ ৩০, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া (ছড়ি) পান ৫শ ৭৯, স্বতন্ত্র প্রার্থী মোঃ আরমান আলী (বেলুন) পান ৪শ ৮০ ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পান ৩শ ৬৯।
আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীন এর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।