DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

১৭ ঘন্টা পরে নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

DoinikAstha
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দম্পতির মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা পারভেজ হোসেন (২৮) ও তাঁর স্ত্রী মিনি আকতার সোমা (১৯)।

আাজ সকাল ১০টার দিকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ছোট যমুনা নদীতে (আত্রাই নদী) গোসলে নামেন ওই দম্পতি। এর পর থেকেই তারা নিখোঁজ হোন।

পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু গতকাল কোন লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল দশটায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল ওই দম্পতির লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ওসি থানার আজম উদ্দিন মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিনি অন্তঃস্বত্তা ছিলেন। মহাদেবপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে গোসলে নামেন ওই দম্পতি। পরে তলিয়ে গিয়ে নিখোঁজ হোন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।