DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দিল্লি

News Editor
অক্টোবর ৯, ২০২০ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

১০৯ রানের মধ্যে সাজঘরে শীর্ষ ৫ ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালস তখন রীতিমত ধুঁকছিল। সেখান থেকে সিমরন হেটমায়ারের ঝড়। শারজায় ক্যারিবীয় এই তারকার ব্যাটে চড়েই ধুঁকতে থাকা দিল্লি শেষ পর্যন্ত গড়েছে ৮ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি। জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ১৮৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। দলীয় ১২ রানের মাথায় জোফরা আর্চারের শিকার হয়ে শিখর ধাওয়ান ফেরেন মাত্র ৫ করে। পৃথ্বি শ বরাবরের মতো ভালো শুরু করেছিলেন। সেখানেও বাঁধ সাধেন আর্চার। ১০ বলে ১৯ রান করে পৃথ্বি হন ইংলিশ পেসারের ফিরতি ক্যাচ।

পরের ওভারে আরেক বিপদ দিল্লির। ষষ্ঠ ওভার প্রায় শেষের পথে, অধিনায়ক শ্রেয়াস আয়ার জশওয়ালের সরাসরি থ্রোতে সাজঘরের পথ ধরেন। ১৮ বলে ২২ করা আয়ারকে হারিয়ে ৫০ রানের মধ্যে ৩ উইকেট খোয়ায় দিল্লি।

ধুঁকতে থাকা দলটির বিপদ আরও বাড়ে রানআউটে। এবার সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ফেরেন পান্ত (৯ বলে ৫)। এতকিছুর মধ্যেও দারুণ খেলে যাচ্ছিলেন মার্কাস স্টয়নিস। ৪ ছক্কায় ৩০ বলে ৩৯ রান করা এই ব্যাটসম্যান রাহুল তেয়াতিয়ার ঘূর্ণিতে পরাস্ত হন শেষ পর্যন্ত, ক্যাচ দেন স্টিভেন স্মিথকে।

১৩ ওভার পেরুতেই ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে দিল্লির তখন হাঁসফাঁস অবস্থা। সেখান থেকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে টেনে তুলেন সিমরন হেটমায়ার। ২৪ বলে ১ বাউন্ডারির সঙ্গে ৫ ছক্কায় ৪৫ রানের এক ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটসম্যান।

১৭তম ওভারের শেষ বলে হেটমায়ারের এই ঝড় থামান কার্তিক ত্যাগি। ওয়াইড লং অনে যেভাবে হিট করেছিলেন, সেটিও ছক্কা হতে পারতো। বাউন্ডারিতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন তেয়াতিয়া। দিল্লি তখন ১৪৯ রানে পৌঁছে গেছে, তিন ওভার হাতে রেখে।

শেষ দিকে অক্ষর প্যাটেলের ৮ বলে ১৭ আর হর্ষল প্যাটেলের ১৫ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮৪ রানের মোটামুটি বড় সংগ্রহই দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস।

রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন এই পেসার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩