DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৩৩তম পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশের পথে বাংলাদেশ

Abdullah
অক্টোবর ১, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

৩৩তম পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশের পথে বাংলাদেশ

আস্থা ডেস্কঃ

গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার
বিশেষ উড়োজাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে বাংলাদেশের মাটিতে আসে ইউরেনিয়ামের প্রথম চালান তেজস্ক্রিয় মৌল। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হওয়ার পথে বাংলাদেশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশেষ নিরাপত্তাবলয়ে ইউরেনিয়াম বহনকারী যানবাহনের বহর রওনা দেয় রূপপুরের উদ্দেশে।

সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুরে আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাঁরা দুজন অনলাইনে যুক্ত হতে পারেন বলে আগে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ উড়োজাহাজে রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শুক্রবার সকালে বিশেষ নিরাপত্তাবলয়ে ইউরেনিয়াম বহনকারী যানবাহনের বহর রওনা দেয় রূপপুরের উদ্দেশে। শুক্রবার বেলা ১টা ১৮ মিনিটে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী বহরটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, ইউরেনিয়াম আসার মধ্য দিয়ে প্রকল্পটি পারমাণবিক স্থাপনায় উন্নীত হলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯