৩৩ জন শ্রমিককে কাজে পাঠাল গোবিন্দগঞ্জ প্রশাসন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে প্রথম দফায় ৩৩ জন কৃষি শ্রমিককে কুমিল্লায় পাঠানো হয়েছে।
১৮ এপ্রিল রোববার রাত সাড়ে ১১টায় পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠান শেষে একটি বাসে করে তাদের কুমিল্লা পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান, বাস মালিক সুজাউল সরকার প্রমুখ।
ইউএনও জানান, দেশে চলমান সর্বাত্মক বিধিনিষেধে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিক পাঠানোর অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থেকে ৩৩ জনকে বাসে করে কুমিল্লা সদর উপজেলায় পাঠানো হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য যে , চলতি বোরো মৌসুমে বৃহত্তর রংপুর অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে ফসল কাটার শ্রমিক সংকট মেটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিধিনিষেধ থাকায় শ্রমিকদের যাত্রা নিবিঘ্ন করতেই রংপুর ও গাইবান্ধা জেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
সেক্ষেত্রে আগ্রহী শ্রমিকরা নির্দিষ্ট সংখ্যায় একত্র হয়ে প্রশাসনের অনুমতি সাপেক্ষে যানবাহন নিয়ে বিভিন্ন জেলায় কাজ করার জন্য যেতে পারবেন। এর আগে জেলা পুলিশের উদ্যোগে ডিসি অফিসের সামনে থেকে ৪০ জন শ্রমিককে ধান কাটার জন্য বগুড়া জেলার নন্দীগ্রামে পাঠানো হয়।