DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচার ও পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

DoinikAstha
সেপ্টেম্বর ৯, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোফাজ্জল হোসেন ইলিয়াছ,খাগড়াছড়িঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাকুয়াখালীতে নৃশংসভাবে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবিতে ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকালে শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তারা ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়াকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় সিনিয়ার যুগ্ন-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা কমিটির আহবায়ক জালাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ই সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির পাকুয়াখালীতে বৈঠকে ডেকে ৩৫কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা।

৯ই সেপ্টেম্বর পার্বত্য এলাকার বাঙালিদের কাছে এই দিনটি কালো দিন হিসেবে পরিচিত। পার্বত্য এলাকার বাঙ্গালীরা এ দিনটি পাকুয়াখালী ট্রাজেডি তথা ৩৫ কাঠুরিযা হত্যাকান্ড দিবস হিসেবে পালন করে আসছে। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও উক্ত হত্যাকান্ডের বিচারের দাবিতে দিবসটি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০