৩ হাজার টাকায় রাতভর ধর্ষণের সুযোগ দেন সৎবাবা
- আপডেট সময় : ০৬:১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১০৭৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় বেড়াতে আসা এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কর্মধা ইউনিয়নের মনছড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) তিন যুবককে আটক করেছে কুলাউড়া থানা-পুলিশ।
আটককৃতরা হলো গাজীপুর এলাকার আরজন আলী (২৪), এলাকার কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩)।
গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালী। সে কুলাউড়ার জয়পাশা এলাকায় তার সৎবাবার বাড়িতে বেড়াতে এসেছিল।
ধর্ষণ বিরোধী জুতো আবিষ্কার ভারতীয় যুবকের!
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ওই কিশোরীর সৎবাবা তিন হাজার ১০০ টাকার বিনিময়ে তাকে ওই তিন যুবকের হাতে তুলে দেয়। ওই তিন যুবক কিশোরীকে মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ কিশোরীকে উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনার মূল আসামি কিশোরীর সৎবাবা ইমরান হোসেন পলাতক রয়েছে। তবে অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

























