৬দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
- আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১০৩১ বার পড়া হয়েছে
৬দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি দৈনিক আস্থাকে বলেন, ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম দৈনিক আস্থাকে জানান, ঈদে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
















