ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে পিসিসিপি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আইনজীবী ও বিএনপি নেতার নাম জড়িয়ে সংবাদ সম্মেলনে স্থানীয়দের ক্ষোভ Logo ইরানকে সহায়তা করায় ভারতীয়সহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা Logo খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া Logo নতুন করে পদায়ন করা হলো আরও ৯ ডিসি Logo বাংলাদেশের ১১ জেলাকে সংযুক্ত করে বানাতে চায় ‘গ্রেটার ত্রিপুরা ল্যান্ড’ Logo সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত-মিয়ানমার, বাংলাদেশ করছে প্রত্যাহার! Logo আ.লীগের আগ্রাসনের প্রতিবাদে পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা

৮ নভেম্বর যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

৮ নভেম্বর যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টারঃ

উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে যাচ্ছেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক।

গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি নিজে, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. শামসুল আরেফিন, হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফএম), ডা. আবু জাফর, ডা. মো. আল মামুন খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন।

ডা. জাহিদ আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথমে লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে থেকে তৃতীয় কোনো একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে বিএনপি ও চিকিৎসা-সংশ্লিষ্টরা।

জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে কাজ করছি। অতি দ্রুত উনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে আমরা প্রক্রিয়া শুরু করেছি। এর অংশ হিসেবে আমরা লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করছি। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টেওভার করে, পরে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে (তৃতীয় কোনো দেশে) নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, সব কাজ সম্পন্ন করে অতিদ্রুতই ম্যাডাম বিদেশে যেতে পারবেন।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপারেন্ট করতে হবে। এ ব্যবস্থা যুক্তরাষ্ট্রে মাত্র দুই-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

ট্যাগস :

৮ নভেম্বর যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া

আপডেট সময় : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

৮ নভেম্বর যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টারঃ

উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে যাচ্ছেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক।

গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি নিজে, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. শামসুল আরেফিন, হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফএম), ডা. আবু জাফর, ডা. মো. আল মামুন খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন।

ডা. জাহিদ আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথমে লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে থেকে তৃতীয় কোনো একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে বিএনপি ও চিকিৎসা-সংশ্লিষ্টরা।

জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে কাজ করছি। অতি দ্রুত উনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে আমরা প্রক্রিয়া শুরু করেছি। এর অংশ হিসেবে আমরা লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করছি। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টেওভার করে, পরে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে (তৃতীয় কোনো দেশে) নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, সব কাজ সম্পন্ন করে অতিদ্রুতই ম্যাডাম বিদেশে যেতে পারবেন।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপারেন্ট করতে হবে। এ ব্যবস্থা যুক্তরাষ্ট্রে মাত্র দুই-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।