শিরোনাম:
অজুর সময় ডান হাত দিয়ে পা ধোয়া কি জায়েজ?
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
প্রশ্ন : অজুর সময় ডান হাত দিয়ে পা ধোয়া কি জায়েজ?
উত্তর : অজুর সময় ডান হাত দিয়ে পা ধোয়া জায়েজ আছে। এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু পা ধোয়ার ক্ষেত্রে আমরা যে আমল পেয়েছি, সেটা হলো—বাঁ-হাত ব্যবহার করা। কিছু কাজ আছে যেগুলোতে আদব বা শিষ্টাচার হচ্ছে ডান হাত ব্যবহার করা। আবার কিছু কাজের শিষ্টাচার হলো, বাঁ-হাত ব্যবহার করা। এখন যেখানে বাঁ-হাত ব্যবহার করার শিষ্টাচার আছে, সেখানে ডান হাত ব্যবহার করাটা আদবের পরিপন্থি। পূর্ববর্তী আলেমদের মতে, বাঁ-হাত দিয়েই পা ধোয়া হবে। এটাই অজুর আদব। কিন্তু, যদি কেউ ডান হাত দিয়ে পা ধোয়ার কাজ করে তাহলেও তার অজু হয়ে যাবে। এটিও জায়েজ আছে। কিন্তু, প্রতিটি জিনিসের একটা নিয়মকানুন থাকে। সেটা ব্যাহত হবে। এটা ছাড়া আর কিছু নয়।
[irp]