অন্যায় তদবিরে পাত্তা না দিলে ভারতের দালাল বানানো হয়-আসিফ নজরুল
- আপডেট সময় : ০৩:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১১০৬ বার পড়া হয়েছে
অন্যায় তদবিরে পাত্তা না দিলে ভারতের দালাল বানানো হয়-আসিফ নজরুল
আস্থা ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করি,
অনেকে অন্যায় তদবির নিয়ে আমার কাছে আসে, পাত্তা না দিলে শুরু হয় গালাগাল, অন্যায় তদবিরে পাত্তা না দিলে আমাকে ভারতের দালাল বানানো হয়। জীবনে এত অসহায় কখনো ফিল করিনি।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘’গণমাধ্যমের স্বাধীনতা’ সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’’ শীর্ষক সেমিনারে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
প্রচুর মিথ্যা মামলা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা বলেন, কেউ যদি মামলা দেয়, সেই ব্যাপারে আমার কিছু করার নাই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয়।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসিফ নজরুল বলেন, গণমাধ্যমের কেউ এক না, দলাদলি, গ্রুপিং না করে নিজেরা এক হন, শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।




















